কিন্তু ধর্ষণের অভিযোগ তুলে এত বড় সহিংসতার ঘটনা ঘটানো হলেও পরবর্তীতে মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হলে জানা যায়- তাতে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, পাহাড়কে অশান্ত করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর লক্ষ্যে ইউপিডিএফ উদ্দেশ্যপূর্ণভাবে কথিত ধর্ষণের গুজব ছড়িয়ে সহিংসতায় উস্কানি দেওয়া হয়।
টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাবেশের ব্যানারে একইস্থানে পৃথক সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম এ আদেশ জারি করেন।
এরপর মাদ্রাসার শিক্ষার্থী ও কওমি লোকজন মাদ্রাসার সামনে অবস্থান নেন। অন্যদিকে সুন্নি জনতা অবস্থান নেয় হাটহাজারীর কাচারি সড়কে। উভয় পক্ষ টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে বন্ধ হয়ে যায় হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। বুধবার দুপুরে উপজেলা সদরে সেনাবাহিনী টহল দেয়।